দীর্ঘমেয়াদি ক্ষমতা দখলের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলেন সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “যারা ১৪ দলের নামে আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারাই এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে। সোহরাওয়ার্দী উদ্যানে যারা সংখ্যানুপাতিক নির্বাচন চাইছে, তারা একটি চরের দল। তারা আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনের বৈধতা দিয়েছিল।”

আজ শনিবার (৫ জুলাই) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে অনুষ্ঠিত বিএনপির থানা সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। সালাহউদ্দিন বলেন, “গণতন্ত্রের ইতিহাস ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। স্বল্পমেয়াদী সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে। জনগণ ম্যান্ডেট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে সংবিধানসহ সব সংস্কার বাস্তবায়ন করা হবে।”

মতপার্থক্য থাকলেও জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দ্বিমত ও বিরোধিতা থাকলেও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে একত্রিত থাকতে হবে।”

বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা বলেন, “কেউ যদি সংস্কার ও বিচারের নামে দীর্ঘ মেয়াদে ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চায়, সেটি একটি দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও সংগ্রাম করবে বিএনপি।”

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “ছাত্রদের নতুন দলের সফলতা কামনা করি। তারা বলছে মৌলিক সংস্কার না হলে নির্বাচনে যাবে না। কিন্তু কী করলে তারা নির্বাচনে যাবে সেটি স্পষ্ট করছে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker