ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫ টাকা বৃদ্ধি

জেলা প্রশাসন ও বিআরটিএ’র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। তবে এই সিদ্ধান্তের বিরোধীতা করে ক্ষোভ জানিয়েছেন যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়কসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমেদ, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ, জেলা বাস মালিক সমিতির সভাপতি রওশন সরদার ও জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভায় পরিবহন মালিকরা ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া বাড়ানোর দাবি করেন। সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব অনুযায়ী ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া আসে প্রায় ৬০ টাকার কাছাকাছি। সভায় উপস্থিত সকলেই সরকারি প্রজ্ঞাপন এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটের হিসাব আলোচনা পর্যালোচনা করেন। যদিও বিগত দিনে সরকারি পরিমাপে যে দূরত্ব নির্ধারণ করা হয়েছিল সেটা নিয়ে বিতর্ক ছিল। তাদের ভাড়া বাড়ানোর দাবির পেক্ষিতে সভায় উপস্থিত বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এবং ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন। সেই সঙ্গে ভাড়া বৃদ্ধি এবং বৃদ্ধি না করার প্রেক্ষাপটে দুইটি পক্ষ তৈরি হয়। সকলেই তাদের দাবির প্রেক্ষিতে যুক্তি উপস্থাপন করেন। এক পর্যায়ে সকলেই সভার সভাপতি জেলা প্রশাসকের উপড় ভাড়া নির্ধারণের দায়িত্ব দেন।