রামপুরা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কর্মী সভা।

নিজস্ব প্রতিবেদক:
মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‘কর্মীসভা ও ছাত্র সমাবেশ’ এস্টার্ন হাউজিং এর মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশটি জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম এবং প্রধান বক্তা হিসেবে অফিসে ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মো সালাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাত্রদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন,রবিউল আউয়াল ভূঁইয়া রবি সিনিয়র সহ-সভাপতি, ছাত্রদল-ঢাকা মহানগর উত্তর,
সাগর আহমেদ বাবু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল-ঢাকা মহানগর উত্তর,
মেহেদী হাসান মিম সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল-ঢাকা মহানগর উত্তর,
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আসাদুজ্জামান ফয়সাল সভাপতি, রামপুরা থানা ছাত্রদল।
সঞ্চালনায়ের দায়িত্বে ছিলেন রোমান আহম্মেদ সাধারণ সম্পাদক, রামপুরা থানা ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দও । দেশের বিভিন্ন জেলা ও মহানগর জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন । শৃঙ্খলা বজায় রাখার জন্য, যেমন—ব্যানার/ফেস্টুন/প্ল্যাকার্ড না আনা, নির্ধারিত স্থানে থাকা, সমাবেশ শেষে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা ইত্যাদি ।
মল্লিক জামাল।
নিজস্ব প্রতিবেদক।