ট্রাম্পের নিষেধ অমান্য করলেই মিলবে ৫ শতাংশ ডিসকাউন্ট!

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেল ক্রয় অব্যাহত রাখলে দক্ষিণ এশিয়ার পরাশক্তি ভারতকে অপরিশোধিত তেলে ৫ শতাংশ ছাড় দেবে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ রাশিয়া।

আজ বুধবার (২০ আগস্ট) সংবাদ সম্মেলন করে ঘোষণাটি দেন ভারতে নিযুক্ত রাশিয়ার উপ-বাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ভারত রাশিয়ার অপরিশোধিত তেল কেনায় এই ছাড় পাবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রুশ দূতাবাসের উপপ্রধান রোমান বাবুশকিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এভজেনি গ্রিভা ঘোষণাটি দেন।

রাশিয়ার এই প্রস্তাব এমন এক সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ভারতকে রুশ তেল কেনার জন্য অভিযুক্ত করে অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো সম্প্রতি অভিযোগ করেন, ভারত রুশ তেলের ‘গ্লোবাল ক্লিয়ারিং হাউস’ হিসেবে কাজ করছে এবং এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে।

এরই প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। বর্তমানে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এ পদক্ষেপের উদ্দেশ্য রাশিয়ার ওপর পরোক্ষ চাপ সৃষ্টি করা। তিনি বলেন, ভারত রুশ তেলের একটি বৈশ্বিক কেন্দ্র হিসেবে কাজ করছে, যা মস্কোকে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ যোগাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত সস্তায় রুশ তেল কিনে তা পেট্রল ও ডিজেলে রূপান্তর করে পশ্চিমা দেশগুলোতে রপ্তানি করছে এবং এ পর্যন্ত প্রায় ১৬ বিলিয়ন ডলার মুনাফা করেছে। তারা এ বাণিজ্যকে ‘আর্বিট্রেজ’ বা সুবিধাবাদী মুনাফাবাজি হিসেবে অভিহিত করেছেন।

এ দিকে ভারত যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘অযৌক্তিক ও অন্যায্য’ বলে নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই স্পষ্ট করেছেন, কোনো অর্থনৈতিক চাপের মুখে ভারত পিছু হটবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, দেশের ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

ভারতের পাশে থাকার আশ্বাস দিয়ে রাশিয়ার উপ-বাণিজ্য প্রতিনিধি এভজেনি গ্রিভা বলেন, বাইরের চাপ সত্ত্বেও ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতা অব্যাহত থাকবে। আলোচনার মাধ্যমে ভারতকে অপরিশোধিত তেলে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।

রুশ দূতাবাসের উপমিশনপ্রধান রোমান বাবুশকিন বলেন, ভারতের জন্য পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও আমরা আমাদের সম্পর্কের ওপর আস্থা রাখি। মার্কিন বাজারে প্রবেশে অসুবিধা হলে রাশিয়ার বাজার ভারতের জন্য সব সময় উন্মুক্ত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker