১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর

১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দেন। রায় অনুযায়ী, যেসব প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশ নিয়েছেন, তাদের সবাইকে নিবন্ধিত হিসেবে বিবেচনা করে সনদ দিতে হবে।

ফেল করা প্রার্থী মো. মিলন বলেন, ‌‌‌‘আদালত ভুক্তভোগীদের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে ন্যায্য রায় দিয়েছেন। এখন আমাদের একটাই দাবি—এই রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।’

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনার কপি আজ আমরা পেয়েছি। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’

তবে এনটিআরসিএ জানিয়েছে, সংস্থাটি নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবে।

১৮তম শিক্ষক নিবন্ধনের ভাইভা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও আইনি জটিলতা চলছিল। এই রায়ের ফলে বহু প্রার্থী শিক্ষক হিসেবে নিবন্ধনের সনদ পাওয়ার সম্ভাবনায় আশার আলো দেখছেন। তবে এনটিআরসিএ আপিলে গেলে বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker