১৮তম শিক্ষক নিবন্ধনে অনুত্তীর্ণ প্রার্থীদের জন্য সুখবর

ফেল করা প্রার্থী মো. মিলন বলেন, ‘আদালত ভুক্তভোগীদের বক্তব্য ও তথ্য-প্রমাণ যাচাই করে ন্যায্য রায় দিয়েছেন। এখন আমাদের একটাই দাবি—এই রায় যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।’
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হাইকোর্টের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন, আইন ও সমন্বয়) লুৎফর রহমান বলেন, ‘আদালতের নির্দেশনার কপি আজ আমরা পেয়েছি। এ বিষয়ে আমাদের চেয়ারম্যান স্যার পরবর্তী সিদ্ধান্ত নেবেন।’
তবে এনটিআরসিএ জানিয়েছে, সংস্থাটি নিয়ম অনুযায়ী উচ্চ আদালতে আপিল করবে।