মুন্সিগঞ্জে স্টেডিয়ামের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ শহরের জেলা স্টেডিয়ামের গ্যালারির নিচে একটি পরিত্যক্ত কক্ষ থেকে ইয়াসিন হাওলাদার (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুর দুইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়াসিন হাওলাদার মুন্সিগঞ্জ শহরের মাঠপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা স্টেডিয়ামের নিচের অংশে ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত কয়েকটি কক্ষ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এসব স্থানে প্রায়ই স্থানীয় কিশোর–তরুণদের মাদক সেবনের আড্ডা বসে।
বুধবার দুপুর ১২টার দিকে কয়েকজন কিশোর ওই কক্ষে মাদক সেবনের উদ্দেশ্যে গেলে সেখানে ইয়াসিনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, ইয়াসিনের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়েছে।” মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।