নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

সাবেক প্রেসিডেন্টের ডিজিটাল যোগাযোগবিষয়ক বিশেষ সহকারী বশির আহমাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে বুহারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে উল্লেখ করা হয়, “সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির পরিবার আজ দুপুরে লন্ডনের একটি ক্লিনিক থেকে তার মৃত্যুর খবর জানিয়েছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। আমিন।”
নাইজেরিয়ার এই সাবেক রাষ্ট্রপ্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুহারির একজন ঘনিষ্ঠ সহকারী জানান, সাবেক এই প্রেসিডেন্ট রোববার লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।