আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টায় রাজধানীর মতিঝিল ক্যাম্পাসে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্র সচিব এস এম জহরুল ইসলাম। সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লায়লা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এস এম জহরুল ইসলাম বলেন, ‘জুলাই-যোদ্ধারা যে বিভীষিকাময় ঘটনার মধ্য দিয়ে জীবনবাজি রেখে আন্দোলনে অংশগ্রহণ করেছে, তা জাতির জন্য এক গৌরবজনক অধ্যায়ের সূচনা করেছে। তাদের চেতনা, মানবিকতা, দেশাত্মবোধ সত্যি আমাদেরকে অব্যাহতভাবে অনন্তকাল প্রেরণা যোগাবে।’

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে জুলাই-যোদ্ধা শিক্ষার্থী, প্রতিষ্ঠানের শিক্ষক ও অতিথিদের বক্তব্য এবং সর্বোপরি আন্দোলনে আহত-নিহত যোদ্ধাদের অবদানের স্বীকৃতি ঘোষণা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জুলাই-যোদ্ধা শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker