‘৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা’

আমরা আবারও ৩ আগস্ট শহীদ মিনারে একত্রিত হবো জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে। বিশ্বাস করি, নরসিংদীবাসী এলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারব।

আজ বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী জুলাই পদযাত্রার ৩০তম দিন আজ নরসিংদীতে উপস্থিত হন দলটির কেন্দ্রীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। স্বৈরাচারকে হটাতে মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদের রাজপথে নামতে হচ্ছে।

তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেওয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে বাধা দেওয়া হয়েছে। দেওয়া হয়নি ঘোষণাপত্রও। আমরা কোনো দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করব।

নাহিদ ইসলাম বলেন, নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়গান হবেই। এ জন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এনসিপি নেতা বলেন, এই দুই ছাত্র উপদেষ্টা আমাদের নাগরিক পার্টির কেউ নন। কিন্তু তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। গণঅভ্যুত্থানকে শক্তিশালী করতে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, তারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন। তদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। এসব ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker