ভক্তের দেওয়া ১০০ কোটির সম্পত্তি ফিরিয়ে দিলেন সঞ্জয় দত্ত।

বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনে নাটকীয় ঘটনা নতুন নয়, তবে এবারকার ঘটনাটি যেন একেবারে সিনেমার কাহিনিকেও হার মানায়। এক ভক্ত মৃত্যুর আগে তাঁর নামে রেখে গিয়েছিলেন প্রায় ১০০ কোটি টাকা মূল্যের সম্পত্তি, আর সঞ্জয় দত্ত অবাক করে দিয়ে সেই সম্পত্তি ভক্তের পরিবারকে ফিরিয়ে দিয়েছেন।


২০১৮ সালের সেই ঘটনা

সম্প্রতি কার্লি টেলস-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত নিজেই জানান ২০১৮ সালের সেই আলোচিত ঘটনার কথা। তিনি বলেন, ‘আমি ওটা ওর পরিবারকে ফেরত দিয়ে দিয়েছি।’

প্রয়াত ভক্ত নিশা পাটিল ছিলেন মুম্বাইয়ের এক সাধারণ গৃহিণী। মৃত্যুর আগে তিনি ব্যাংকে স্পষ্ট নির্দেশ দিয়ে গিয়েছিলেন—নিজের সব সম্পত্তি অভিনেতা সঞ্জয় দত্তের নামে হস্তান্তর করার জন্য।

তিনি যে ৭২ কোটি রুপির সম্পত্তি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা) রেখে গিয়েছিলেন, সেই খবর তখন দেশজুড়ে আলোচনার ঝড় তোলে।


মানবিক সিদ্ধান্তে প্রশংসিত সঞ্জয়

সেই সময় এই খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ভেবেছিলেন সঞ্জয় হয়তো ওই সম্পত্তি নিজের করে নেবেন। কিন্তু সঞ্জয় তাঁর চরিত্রের মতোই এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সবকিছু ফিরিয়ে দেন নিশার পরিবারকে, কোনও দাবি ছাড়াই।

অনেকেই বলছেন, তারকাদের মধ্যে এমন মানবিকতা আজকাল বিরল। সেই কারণেই এত বছর পরেও বিষয়টি আবার আলোচনায় এসেছে।


একজন মানুষ, একাধিক রূপ

সঞ্জয় দত্তের বলিউড অভিষেক হয় ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে। এরপর ‘নাম’, ‘সাজন’, ‘খলনায়ক’, ‘বাস্তব’, ‘মুন্নাভাই এমবিবিএস’-এর মতো সিনেমা তাঁকে পরিণত করেছে এক অনন্য ব্যক্তিত্বে।

তবে তাঁর ব্যক্তিগত জীবন ছিল চড়াই-উতরাইয়ে ভরা। ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছর কারাবাস করেন, যা শেষ হয় ২০১৬ সালে


সাম্প্রতিক কাজ

সঞ্জয় দত্তকে সর্বশেষ দেখা গেছে ‘দ্য ভূতনি’ এবং ‘হাউসফুল ৫’ সিনেমায়।

  • আগামী ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তেলুগু ছবি ‘অখণ্ড ২’, যেখানে তিনি আছেন বালাকৃষ্ণার সঙ্গে।

  • আর ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর’, যেখানে একসঙ্গে দেখা যাবে রণবীর সিং, মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও সারা অর্জুনকে


এই ঘটনা আবারও প্রমাণ করল—তারকা হওয়ার পাশাপাশি সঞ্জয় দত্ত একজন হৃদয়বান মানুষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker