জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

তহবিলটি মূলত শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসার খাতে ব্যয় করা হবে। বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে। বাকি ১১ কোটি টাকা দেবে ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক, প্রত্যেকটি ১ কোটি টাকা করে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলো নিজ নিজ বোর্ড সভার অনুমোদন সাপেক্ষে অর্থ হস্তান্তর করবে। তহবিলের সম্পূর্ণ অর্থ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে।
উল্লেখ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে এবং তাদের পরিবারকে সহায়তা দিতে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিভিন্ন মহল।