চরিত্র নিয়েই ব্যস্ত, বিতর্ককে পাত্তা দিতে চান না জুলিয়া গার্নার

এমি ও গোল্ডেন গ্লোবজয়ী অভিনেত্রী জুলিয়া গার্নার ফের আলোচনায়। মার্ভেলের নতুন সিনেমা ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এ ‘সিলভার সার্ফার’-এর নারী সংস্করণ চরিত্রে অভিনয় করে ভক্তদের কৌতূহলের কেন্দ্রে তিনি। তবে ভক্তদের একটি অংশ পুরুষ চরিত্রে নারীকে নেওয়া নিয়ে আপত্তি জানালেও, এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ জুলিয়া।

লন্ডনে ছবির প্রিমিয়ারে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জুলিয়া বলেন, “এসব নিয়ে ভাবলে চলবে না, নিজের কাজটা ঠিকঠাক করতে হবে। কারণ এসব যত ভাববেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে। দিন শেষে ক্ষতি হবে কাজের।”

৩১ বছর বয়সী এই মার্কিন তারকা জানান, তিনি ছবিতে মূল সিলভার সার্ফার নরিন র‍্যাড চরিত্রটি করেননি, বরং করেছেন চরিত্রটির একটি নারী সংস্করণ ‘শাল্লা-বাল’। এটি মার্ভেল কমিকসে প্রথম আসে ১৯৬৮ সালে, যা পরে বিভিন্ন সময়ে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত Fantastic Four: Rise of the Silver Surfer সিনেমায় চরিত্রটি অভিনয় করেছিলেন ডাগ জোনস।

ছবির প্রথম ট্রেলার প্রকাশের পর দর্শকদের প্রতিক্রিয়া প্রসঙ্গে জুলিয়া বলেন, “মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, তাতে আমি দারুণ খুশি। এটা একজন শিল্পী হিসেবে আমার জন্য গর্বের।”

নতুন প্রজন্মের অন্যতম প্রতিশ্রুতিশীল এই তারকার অভিনয় নিয়ে আশাবাদী ভক্তরা। ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ মুক্তি পাবে ২১ জুলাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker