জামিনে মুক্ত মডেল মেঘনা
কাশিমপুর কারাগার ছাড়লেন সন্ধ্যায়

রিপোর্ট: চাঁদাবাজি ও প্রতারণার মামলায় জামিন পাওয়ার পর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
কারা সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশে মেঘনাকে ১০ এপ্রিল ৩০ দিনের জন্য কাশিমপুর কারাগারে পাঠানো হয়। তবে পরে আটকাদেশ প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ধানমন্ডি থানার একটি মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।
এই ঘটনায় নতুন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে এখনো কিছু জানানো হয়নি।