মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট।
স্বয়ংক্রিয়ভাবে চালাবে নানা কাজ।

কম্পিউটার ও ল্যাপটপে স্বয়ংক্রিয়ভাবে ফরম পূরণ, তথ্য খোঁজা ও প্রশাসনিক কাজ পরিচালনার জন্য নতুন এআই এজেন্ট আনছে মাইক্রোসফট। ‘কম্পিউটার ইউজ’ নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে—যেমন ইনভয়েস প্রক্রিয়াকরণ, বাজার বিশ্লেষণ, এমনকি যেকোনো ওয়েব ব্রাউজারে কার্যক্রম চালানো।
প্রাথমিকভাবে এটি মাইক্রোসফটের কোপাইলট স্টুডিও প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই এজেন্ট আলাদা কোনো API ছাড়াই কাজ করতে পারবে, এবং যেকোনো ধরনের ত্রুটি বা ওয়েব ইন্টারফেসে পরিবর্তন এলে নিজ থেকেই সমাধান নিতে পারবে।
এআই এজেন্টের কার্যকলাপের পূর্ণ ইতিহাস ব্যবহারকারীর জন্য উন্মুক্ত থাকবে, ফলে যে কোনো সময় এজেন্ট কী করেছে তা দেখা যাবে।
গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এজেন্টের কোনো তথ্য তাদের মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হবে না। এটি পরিচালিত হবে মাইক্রোসফটের নিজস্ব সার্ভারে, ফলে বাড়তি কোনো যন্ত্রাংশও লাগবে না।