ইন্টারনেট সেবায় নতুন যুগ
ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য বড় সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ISPAB)। এখন থেকে মাসিক ৫০০ টাকায় পাওয়া যাবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট, যেখানে আগে এই মূল্যে পাওয়া যেত ৫ এমবিপিএস।
ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে ISPAB সভাপতি ইমদাদুল হক জানান, সরকার ও বিটিআরসির সহায়তা পেলে একই মূল্যে ২০ এমবিপিএস গতির ইন্টারনেটও প্রদান করা সম্ভব হবে।
তথ্যপ্রযুক্তিতে অগ্রগতি সত্ত্বেও দেশে এখনো প্রায় ২৪% জনগণের কাছে ইন্টারনেট পৌঁছায়নি। কাঠামোগত সীমাবদ্ধতা, খরচ বৃদ্ধি ও করের বোঝা এর প্রধান কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিটিআরসি ও সরকারি প্রতিনিধিরা জানান, ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ।
একই সঙ্গে অকারণে ইন্টারনেট বন্ধ না করার দিকেও গুরুত্ব দেওয়া হবে