মালিবাগে ছিনতাই, ব্যবসায়ীকে কোপালো দুর্বৃত্তরা।

রাজধানীর মালিবাগে হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ীর ওপর মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী হামলা চালিয়ে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে, বাসার কাছে পৌঁছানোর মুহূর্তে।
হাফিজুর রহমান জানান, তিনি পটুয়াখালী থেকে ব্যবসায়িক কাজ শেষে রাত তিনটার দিকে মালিবাগে পৌঁছান। রেললাইন ধরে বাসার কাছাকাছি আসতেই তিন যুবক তাঁর পথরোধ করে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কোপাতে থাকে। এতে তাঁর ডান হাতে চারটি কোপ লাগে। পরে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ব্যাগে পাঁচ হাজার টাকা ছিল বলে জানান তিনি।
আহতের অভিযোগের ভিত্তিতে শনিবার শাহজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, “হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। রাতে চলাচলে আরও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।