নতুন কোচ পেলেন হামজারা, লেস্টারের দায়িত্বে স্প্যানিশ সিফুয়েন্তেস

ইংলিশ ক্লাব লেস্টার সিটি আবারও নতুন কোচ নিয়োগ দিয়েছে। দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স ও প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর এবার কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন স্প্যানিশ tactician মার্তি সিফুয়েন্তেস। তিনি আগের কোচ রুদ ফন নিস্টলরয়ের জায়গায় আগামী তিন বছরের জন্য লেস্টারে আসছেন।
নতুন কোচের অধীনে মাঠে নামবেন বাংলাদেশের বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী। গত মৌসুমে ধারে খেলেছেন শেফিল্ড ওয়েন্সডের হয়ে, যেখানে ১৬টি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ২৯ জুন ধারের মেয়াদ শেষে তিনি ফেরেন লেস্টারে।
গত ২৭ জুন নিস্টলরয়কে ছাঁটাই করে লেস্টার। এরপরই সিফুয়েন্তেসকে দায়িত্ব দেয় ক্লাবটি। গত কয়েক বছরে ছয়জন স্থায়ী কোচ বদলের ইতিহাসে সিফুয়েন্তেসের নিয়োগও কিছুটা সংশয়ের জন্ম দিয়েছে ফুটবলবিশ্বে। তবে ক্লাবটির চেয়ারম্যান আয়াওয়াত শ্রীভাদ্ধানাপ্রভা আশাবাদী, বলছেন, “সিফুয়েন্তেস আধুনিক ও অগ্রসরমান ফুটবল দর্শন নিয়ে আসবেন এবং লেস্টারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন।”
এর আগে কুইন্স পার্ক রেঞ্জার্সের কোচ ছিলেন সিফুয়েন্তেস। লেস্টারের বড় লক্ষ্য এবার চ্যাম্পিয়নশিপ থেকে উঠে আবার প্রিমিয়ার লিগে ফেরা।
হামজার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত
এই অবস্থায় হামজা চৌধুরীর ভবিষ্যৎও আলোচনায় রয়েছে। গুঞ্জন আছে, গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোস তাঁকে দলে টানতে চায়। সেই ক্লাব এবার চ্যাম্পিয়নস লিগেও খেলবে। ফলে হামজা লেস্টারে থেকে দলকে পুনরায় প্রিমিয়ার লিগে তুলবেন, নাকি অলিম্পিয়াকোসে গিয়ে ইউরোপিয়ান মঞ্চে নিজের অভিষেক ঘটাবেন—এ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
সব মিলিয়ে, লেস্টারের সামনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে সিফুয়েন্তেসের নেতৃত্বে। আর সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হতে পারেন বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী।