মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়।

প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসনের ব্যবহৃত একটি মোজা সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ টাকায়। ফ্রান্সে অনুষ্ঠিত একটি অনলাইন নিলামে এই মোজাটি তুলেছিলেন আয়োজকরা।
জানা যায়, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্টে এই সাদা স্পোর্টস মোজাটি পরেছিলেন জ্যাকসন। মোজাটিতে ছিল ঝলমলে রাইনস্টোন। কনসার্ট শেষে তাঁর ড্রেসিংরুমের পাশ থেকে এক টেকনিশিয়ান এটি সংগ্রহ করেন।
নিলামদাতা অরোর ইলি ফরাসি সংবাদমাধ্যম এএফপি-কে জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকার কারণে মোজাটির রঙে কিছুটা হলদে ভাব দেখা গিয়েছিল। রাইনস্টোনগুলোর উজ্জ্বলতাও অনেকটা ম্লান হয়ে গেছে।
ফ্রান্সের অনলাইন নিলাম সাইট interencheres.com-এ আয়োজিত নিলামে আয়োজকরা ধারণা করেছিলেন, মোজাটি ৩ থেকে ৪ হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু জ্যাকসন ভক্তদের উচ্ছ্বাসে এটি বিক্রি হয় প্রায় ৮ হাজার মার্কিন ডলারে, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ।
এর আগেও মাইকেল জ্যাকসনের স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে অনুষ্ঠিত একটি নিলামে তাঁর ব্যবহার করা একটি কালো টুপি বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারে।
উল্লেখ্য, ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মাইকেল জ্যাকসন।