ওমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় সুখবর

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ কাজের ভিসা (Employment Visa) নবায়ন এবং নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে সব ধরনে জরিমানা (মাসিক ও অন্যান্য) মওকুফ করা হয়েছে। ব্লকড কর্মীদের ভিসা পরিবর্তনের ক্ষেত্রে পূর্বের নিয়োগকর্তার কোনো প্রকার অনুমতির প্রয়োজন নেই।
দূতাবাস আরও জানিয়েছে, নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট/সনদ সেন্টারের মাধ্যমে ভিসা পরিবর্তনের আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে ভিসা পরিবর্তনের অনুমতি প্রদান করা হবে। কর্মী এবং নতুন নিয়োগকর্তা উক্ত অনুমতিপত্রসহ নিকটস্থ লেবার কোর্টে উপস্থিত হয়ে ভিসা পরিবর্তনের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
উল্লেখ্য, এমআরপি প্রয়োজনবোধে সর্বোচ্চ ৩ (তিন) বছর পর্যন্ত নবায়ন করা। যা কোনোক্রমেই নবায়ন ইস্যুর তারিখ হতে এক বছরের বেশি হবে না। এই সুযোগটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
দূতাবাস আরও জানিয়েছে, দূতাবাসে ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে পূর্বের ন্যায় দিনের এপয়েন্টমেন্টধারী সেবাপ্রার্থীদের অগ্রাধিকারভিত্তিতে সেবা প্রদান শেষ করা হচ্ছে। এছাড়া ভিসা মেয়াদোত্তীর্ণ সেবা প্রার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।