পানি উন্নয়ন বোর্ডের জমিতে মাটি কেটে মৎস্য ঘের!

বরগুনা প্রতিনিধি:

‎পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমিতে অবৈধভাবে মাটি কেটে মৎস্য ঘের তৈরি করা হয়েছে। এর ফলে আশপাশের এলাকায় প্রাকৃতিক পানি চলাচল ব্যাহত হয়ে শত শত মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

‎বরগুনা পানি উন্নয়ন বোর্ডের জমিতে মাটি কেটে মৎস্য ঘের নির্মাণ করায় আশপাশের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রভাবশালী কিছু ব্যক্তি পাউবোর জমি দখল করে বাঁধদিয়ে বা উঁচু করে মাছের ঘের তৈরি করেছে। ফলে প্রাকৃতিক খাল-নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ রাস্তাঘাট ও বসতবাড়ি পানিতে তলিয়ে যায়।

‎অভিযোগকারী সিদ্দিকুর রহমান বলেন, আমার পারা প্রতিবেশী ও পরিচিত। তাহারা গায়ের জোরে পানি উন্নয়ণ বোর্ডের জমি দখল করিয়া মাছের ঘের তৈরি করেন। শতমানুষ ও গরু ছাগল পানি বন্ধি করে রাখিয়াছেন। আমরা তাহাদের নিকট অনুরোধ করা সত্যেও ভেরিবাধ কাটে নাই বরং অশ্লীল ভাষায় গালি গালাস করে। আমরা বিষয়টি বিগত ৩ মাস আগে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ জনাব মোঃ হিমেল স্যারকে জানাইলে তিনি ব্যবস্থা নিবেন বলে আমাদের ঘুরাইতে থাকে। অথচ কোন কার্যকরি পদক্ষেপ নেয় নাই।

‎ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর দাবি, অবিলম্বে এসব অবৈধ ঘের অপসারণ করে স্বাভাবিক পানি চলাচল পুনঃস্থাপন করতে হবে। অন্যথায় কৃষিজমি, বাড়িঘর ও মানুষের দৈনন্দিন জীবন আরও চরম দুর্ভোগে পড়বে।

‎পানি উন্নয়ন বোর্ডের কর্মরত তালতলী উপজেলার দায়িত্বে থাকা হিমেল বলেন, আমাদের প্রধান প্রকৌশলী না থাকার কারণে কাজ করতে বিলম্ব হয়েছে। তবে নতুন স্যার যোগদান করায় আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারব তবে স্যারের সাথে আলাপ করে বিষয়টি জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker