চকরিয়ায় রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক দুর্ঘটনা, আহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলার মছনিয়াকাটা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মালবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এতে গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক ও তাঁর সহকারী। সোমবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রথমে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখনো তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি মছনিয়াকাটা রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় রেললাইনে ওঠা একটি ট্রাককে ধাক্কা দেয় ট্রেনটি, যার ফলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান বলেন, “দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে গেটম্যান ছিলেন না। গেট খোলা থাকায় ট্রাকটি লাইনে উঠে যায়।”
তবে দায়িত্বে থাকা গেটম্যান মোহাম্মদ শরীফ দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁর ভাষ্য, “বৃষ্টির কারণে সংকেত স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। এক পাশের গেট বন্ধ করতে পারলেও অন্য পাশটি খোলা ছিল। ট্রাকটি ওই দিক দিয়ে রেললাইনে উঠলে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং ট্রেন এসে ধাক্কা দেয়।”
চকরিয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরহাদ চৌধুরী বলেন, “বরইতলী রেলক্রসিংয়ে বাংলাদেশ রেলওয়ের স্থায়ী জনবল নেই। দায়িত্ব পালন করেন ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের একজন কর্মী। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হবে।”
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।”
এ দুর্ঘটনার পর রেলক্রসিং এলাকায় নিরাপত্তা ও গেটম্যানের দায়িত্ব পালনে অবহেলা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।