সেমিফাইনালে রাতে মুখোমুখি চেলসি-ফ্লুমিনেন্স

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ চেলসির বিপক্ষে লড়বে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। রাত ১টায় শুরু হবে দুদলের লড়াই। টুর্নামেন্টে খেলা চারটি ব্রাজিলিয়ান ক্লাবের মধ্যে সেমিফাইনালে পৌঁছেছে একমাত্র ফ্লুমিনেন্সই।
গত ৩ মাসে কোচ রেনাতোর হাত ধরে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়েছে ফ্লুমিনেন্স। রেলিগেশন পর্ব উতরে ক্লাব বিশ্বকাপে রীতিমতো জায়ান্ট কিলারের তকমা পেয়েছে তারা। শেষ ষোলোর লড়াইয়ে চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে আর কোয়ার্টারে সৌদি ক্লাব আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে পৌঁছায় তারা।
অন্যদিকে, এক মাস পূর্বে রিয়াল বেতিসকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগ জিতেছিল ইংলিশ জায়ান্ট চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থানে শেষ করায় পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলবে দলটি। ফিফা ক্লাব বিশ্বকাপেও নীল জার্সিদের দেখা যাচ্ছে ভালো ছন্দে। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে তারা।
ফ্লুমিনেন্সের শক্তিমত্তা মাথায় রেখেই পরিকল্পনা সাজাচ্ছেন চেলসি কোচ এনজো মারেস্কা। ম্যাচপূর্ব সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ব্রাজিলিয়ান খেলোয়াড়দের কোয়ালিটি বিশ্বসেরা পর্যায়ের। তাদের ম্যাচে বিপুল শক্তি ও উদ্যম দেখা গেছে। কারণ তারা বিশ্রাম পেয়েছে। আর আমরা ক্লান্ত একটা মৌসুম শেষ করে এসেছি।