তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
কেঁপে ওঠে রাজধানী তাইপেতে।

রিপোর্ট: তাইওয়ানের পূর্ব উপকূলে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়, যার কেন্দ্র ছিল হুয়ালিয়েন কাউন্টির উপকূলে।
ভূমিকম্পের ফলে রাজধানী তাইপেতেও কিছু সময়ের জন্য ভবনগুলো কেঁপে ওঠে। দেশটির কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (CWA) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্র উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ৬.৬ কিলোমিটার।
রয়টার্সের খবরে বলা হয়, এই ভূমিকম্পের পরপরই আরও পাঁচটি ছোট ভূকম্পন রেকর্ড করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।