বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন হাসারাঙ্গা

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা দল। হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজ থেকে ছিটকে গেছেন দলের অভিজ্ঞ লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এবং তাই তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। হাসারাঙ্গার বদলি হিসেবে এখনো কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি।
অথচ সদ্য শেষ হওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন হাসারাঙ্গা। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। শ্রীলঙ্কাও সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল, ১০ জুলাই পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৩ জুলাই ডাম্বুলায় এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা ইতিমধ্যে চারিত আসালাঙ্কার নেতৃত্বে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা, দুনিত ভেল্লালাগে, মহীশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, মাতিশা পাতিরানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্ডো, ঈশান মালিঙ্গা।
হাসারাঙ্গার অনুপস্থিতিতে শ্রীলঙ্কা স্পিন আক্রমণে কিছুটা ভাটা পড়লেও তিকশানা ও ভ্যান্ডারসের মতো বিকল্পরা আছেন দলে। তবে হাসারাঙ্গার অলরাউন্ড ভূমিকার শূন্যতা পূরণ করা শ্রীলঙ্কার জন্য চ্যালেঞ্জ হতে পারে।