গ্লোবাল সুপার লিগে সাকিবের টানা দ্বিতীয় বাজে দিন

গ্লোবাল সুপার লিগে আরেকটি হতাশাজনক দিন কাটালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিং কিংবা বোলিং—দুটোতেই ছিলেন নিষ্প্রভ। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে সাকিবের দল দুবাই ক্যাপিটালস হেরেছে ৫৭ রানে।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে গায়ানা ৭ উইকেটে তোলে ১৩৮ রান। মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্যে ভর করে এ সংগ্রহ গড়ে দলটি। দুবাইয়ের হয়ে বাঁহাতি পেসার কলিম সানা ৩১ রানে ৪ উইকেট নেন। সাকিব বোলিংয়ে ৪ ওভারে দেন ২১ রান, কিন্তু কোনো উইকেট নিতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দুবাই ক্যাপিটালস। ইনিংসের শুরুতেই ৩৬ রানে ৩ উইকেট হারায় দলটি। পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন সাকিব। তখন রোমারিও শেফার্ড হ্যাটট্রিকের মুখে ছিলেন, যেটি তিনি ঠেকাতে পারলেও, ইনিংস লম্বা করতে পারেননি।

মাত্র ৫ বল মোকাবিলা করে একটি চার মেরে মঈন আলীর বলে বোল্ড হয়ে ফিরে যান তিনি।

টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতা যেন আরও চাপ বাড়াল সাকিবের কাঁধে। বিশ্বজুড়ে প্রশংসিত এই অলরাউন্ডার দ্রুতই ছন্দে ফিরতে পারবেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker