আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিতেন, এখন বিপক্ষে কেন: মুফতি ফয়জুল

শুক্রবার (২২ আগস্ট) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, আপনারা এত দিন যাদের ভোটে নির্বাচিত হয়েছেন, সেগুলো দক্ষিণপন্থীদের ভোট ছিল। এক সময় আপনারা মৌলবাদীদের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। এখন তার বিপক্ষে কথা বলছেন কেন? এত দিন মৌলবাদীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কিন্তু তারা এখন তা বুঝতে শিখেছে। মৌলবাদীদের সঙ্গে এত বছর প্রতারণা করা হয়েছে। তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নাই।
তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। বিগত ৫৩ বছরে যারা ক্ষমতায় এসেছে, তারা কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে পারেনি। আপনারা দেখবেন ইতোমধ্যে যেই দলগুলো ক্ষমতায় গিয়েছিল, তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইশতেহার দিয়েছে, সেসব ইশতেহারে সমস্ত দফাগুলো বাস্তবায়ন করতে পারে নাই। তারাই আগামীতে ক্ষমতায় যাওয়ার চিন্তা-ভাবনা করছে।