৩১ বছর বয়সে না ফেরার দেশে কোরিয়ান অভিনেত্রী কং সিউ-হা

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কং সিউ-হা আর নেই। মাত্র ৩১ বছর বয়সে পাকস্থলীর ক্যানসারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে সোমবার (১৪ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম সুম্পি।
দশ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে কং সিউ-হা ‘স্কুলগার্ল ডিটেকটিভস’, ‘ফ্লাওয়ারস অব দ্য প্রিজন’ ও ‘হার্ট সার্জনস’-এর মতো জনপ্রিয় টিভি ড্রামায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। তাঁর শোবিজে পথচলা শুরু ২০১২ সালে ব্রেভ গায়েজের ‘গেটিং ফারদার আওয়ে’ মিউজিক ভিডিওর মাধ্যমে। এরপর তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন দক্ষিণ কোরিয়ার ছোট পর্দার পরিচিত মুখ।
মৃত্যুর আগে কং সিউ-হা ‘মাংনায়েন’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন, যা এখনো মুক্তি পায়নি। তাঁর এ অসমাপ্ত কাজ এবং অকালপ্রয়াণে শোকস্তব্ধ কোরিয়ান বিনোদন অঙ্গন। অনেক সহশিল্পী ও নির্মাতা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
সিউলের সেন্ট মেরিস হাসপাতালের ফিউনারেল হলের ৮ নম্বর কক্ষে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য শোকস্তম্ভ স্থাপন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ১৬ জুলাই সকালে তাঁর শেষকৃত্যের শোভাযাত্রা শুরু হবে। পরে গিয়ংনাম প্রদেশের হামান এলাকায় তাঁকে সমাহিত করা হবে।
কং সিউ-হার মৃত্যু কেবল তাঁর পরিবার নয়, গোটা বিনোদন দুনিয়ার জন্যই এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন অনেকে।