‘স্বামীর নাম’ বিতর্কে এবার মুখ খুললেন সারোয়ার তুষার

নীলা ইস্রাফিলের এমন অভিযোগের বিষয়ে এবার মুখ খুলেছেন সারোয়ার তুষার।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সারোয়ার তুষার লেখেন, ‘নীলা ইস্রাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন। আমরা পুলিশ ও মানবাধিকারকর্মী লেনিন ভাইকে ডেকে তাদের উপস্থিতিতে তাকে হাসপাতালে ভর্তি করি।’
ইন্টার্ন ডাক্তাররাই ফরম পূরণ করেছেন দাবি করে এনসিপির এ নেতা বলেন, ‘ভর্তি ফরমে সে সময় কী লেখা হচ্ছে, সেটা খেয়াল করার সুযোগ ছিল না। এখন দেখা যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে সার্কুলেট করা হচ্ছে।’
পরিশেষে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে তিনি লেখেন, এসব প্রতারণা ও বাটপারি বন্ধ করতে হবে।
উল্লেখ্য, শনিবার (৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে ঢামেক হাসপাতালে ভর্তির ফরমে অনুমতি ছাড়াই স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়েছে বলে অভিযোগ নীলা ইস্রাফিল।