দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়নি

নিজেস্ব প্রতিবেদক: দেশের জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটি বলছে, বাংলাদেশের জ্বালানি-বিদ্যুৎনীতি সম্পূর্ণ ভুল পথে অগ্রসর হয়েছে। এর ফলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে। দেশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরও হবে। স্থানীয় বাসিন্দারা উচ্ছেদের সম্মুখীন হয়েছেন এবং সন্তোষজনক বিকল্প জীবন-জীবিকার ব্যবস্থা করা হয়নি।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অভিঘাত-অভিজ্ঞতা কী বলে’ শীর্ষক সেমিনারে এ কথা বলা হয়েছে। বাপা আয়োজিত সেমিনারে বলা হয়, জ্বালানিনীতি ঢেলে সাজাতে হবে। কয়লা থেকে সরে আসতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিতে হবে। জাতীয় সক্ষমতার অধীনে দেশে তেল–গ্যাসের অনুসন্ধান বাড়াতে হবে।

অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ২০১২ সাল থেকেই কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তবে আওয়ামী লীগ সরকার একগুঁয়ে ছিল। তারা বলেছিল, এতে কোনো ক্ষতি হবে না। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব তারা বিবেচনায় নেয়নি। এমন সব উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, তাতে নদী নষ্ট হচ্ছে, বন উজাড় হচ্ছে, সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলনের কারণে কিছু প্রকল্প বাতিল করেছে। কিন্তু যা করা হয়েছে, তা সর্বনাশের জন্য যথেষ্ট। মাতারবাড়ি, রামপাল, পায়রা এলাকায় এখন ফসলের ক্ষতি হচ্ছে, মানুষের স্বাস্থ্য সমস্যা হচ্ছে। এটি আরও বাড়বে।

অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, কোনো একটা প্রকল্প শুরুর আগে তার দীর্ঘমেয়াদি সুবিধা বিশ্লেষণ করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘ মেয়াদে নেতিবাচক। এ কারণে বিশ্বজুড়ে এর বিরুদ্ধে আন্দোলন চলমান আছে। তাই কয়লার ব্যবহার লাভজনক নয়। প্রাথমিক বিকল্প হতে পারে দেশীয় গ্যাসের ব্যবহার। দীর্ঘমেয়াদি বিকল্প হতে পারে সৌর ও বায়ুবিদ্যুৎ।

সেমিনারে সভাপতিত্ব করেন বাপার সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনটির কোষাধ্যক্ষ জাকির হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর কবির। আর মূল নিবন্ধ উপস্থাপন করেন বাপার সহসভাপতি নজরুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker