তথ্য পাচারের অভিযোগ তদন্তে বিএসইসিতে দুদক
সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আরেক দফা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিএসইসির ‘সার্ভেইল্যান্স’ কার্যক্রমের একটি সফটওয়্যারের অবৈধ সংযোগ দিয়ে তথ্য পাচার, অর্থ আত্মসাৎ এবং প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ তদন্তে এ অভিযানে যাওয়ার কথা বলেছে দুদক।সোমবার দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সকালে দুজন সহকারী পরিচালকের নেতৃত্বে ‘এনফোর্সমেন্ট’ ইউনিটের চার সদস্য অভিযান চালান।দুদক বলছে, ২০১২ থেকে ২০২৪ সালের মধ্যে বিএসইসির সার্ভেইল্যান্স কক্ষের বাইরে পরিচালকের ব্যক্তিগত কক্ষে সফটওয়্যারের একটি ‘ডেডিকেটেড’ সংযোগ ছিল, যা বর্তমানে নেই।গোপনীয় তথ্য সংবলিত এ সংযোগ পুঁজিবাজারে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে বিষয়টি খতিয়ে দেখছে দুদক।বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের’ (সিএমডিপি) বাস্তবায়নও খতিয়ে দেখা হয়।