টাইটানিক যাত্রীর হাতে লেখা চিঠি নিলামে
বিক্রি ৪ কোটি ৮৮ লাখ টাকায়

১৯১২ সালের টাইটানিক দুর্ঘটনার ঠিক পাঁচ দিন আগে লেখা একটি চিঠি রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলাম ঘরে গত রোববার এই ঐতিহাসিক চিঠিটি এক বেনামী ক্রেতা কিনে নেন ৩ লাখ ব্রিটিশ পাউন্ড বা প্রায় ৪ লাখ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪ কোটি ৮৮ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
নিলাম হাউসটির পক্ষ থেকে জানানো হয়, চিঠিটির মূল্য ধরা হয়েছিল ৬০ হাজার পাউন্ড, কিন্তু সেটি পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।
চিঠিটি লিখেছিলেন কর্নেল আর্চিবল্ড গ্র্যাসি, যিনি টাইটানিকের প্রথম শ্রেণির যাত্রী ছিলেন। ১৯১২ সালের ১০ এপ্রিল যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যাত্রার দিন তিনি তার কেবিন নম্বর C৫১ থেকে এই চিঠিটি লেখেন। পরদিন আয়ারল্যান্ডের কুইন্সটাউনে থামলে সেটি পোস্ট করেন।
চিঠি লেখার মাত্র পাঁচ দিন পর, ১৫ এপ্রিল উত্তর আটলান্টিকে হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে যায়। ওই মর্মান্তিক দুর্ঘটনায় টাইটানিকের ২ হাজার ২০০ যাত্রী ও ক্রুর মধ্যে দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
চিঠিটি বর্তমানে ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
এমন ঐতিহাসিক দলিলের প্রতি আগ্রহ এবং এর রেকর্ড মূল্য প্রমাণ করে—টাইটানিকের গল্প এখনো মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলে।