আত্মনির্ভরশীল করে তোলার মধ্যেই এতিম পালনের স্বার্থকতা: ধর্ম উপদেষ্টা

গত ৬ জুলাই চট্টগ্রাম মহানগরীর তনজিমুল মোছলেমীন এতিমখানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, এতিম প্রতিপালনে দুনিয়া-আখিরাত উভয় জগতের কল্যাণ সাধিত হয়। সামর্থ্য থাকা সত্ত্বেও এতিমদের যারা উপেক্ষা করে নিজে ভালো থাকতে চায়, তাদের অভুক্ত রেখে নিজে তৃপ্তিসহকারে খেতে চায়, মহানবী (সা.) তাদের মুমিন বলে স্বীকৃতি দেননি।
হাদিসের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা আরো বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুসলিমদের ওই বাড়িই সর্বোত্তম, যে বাড়িতে এতিম আছে এবং তার সাথে ভালো ব্যবহার করা হয়। আর সবচেয়ে নিকৃষ্ট সেই বাড়ি, যে বাড়িতে এতিম আছে অথচ তার সাথে খারাপ ব্যবহার করা হয়।
ড. খালিদ বলেন, আমাদের সকলের উচিত, এতিম প্রতিপালনের মতো বরকতপূর্ণ কর্ম হাত ছাড়া না করা। আমাদের ঈমানি ও নৈতিক দায়িত্ব হচ্ছে এ বিষয়ে সচেষ্ট হয়ে উভয় জগতের সফলতা অর্জন করা। তিনি এতিম শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।