আল্লামা সাঈদীর খিদমাহ জাতি চিরকাল স্মরণে রাখবে: আজহারি

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহিমাহুল্লাহ-কে স্মরণ করে ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি বলেছেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে।’
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে আজহারি এই শ্রদ্ধা নিবেদন করেন। তিনি আরো দোয়া করেন, আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণী বাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
আল্লামা সাঈদী ছিলেন কুরআনের প্রাঞ্জল ব্যাখ্যাকার ও যুগান্তকারী বক্তা, যাঁর তাফসীরুল কুরআন মাহফিলে লাখ লাখ মানুষ উপস্থিত থাকত। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।
ইসলামি ব্যক্তিত্বরা বলছেন, আল্লামা সাঈদী ছিলেন এ যুগের এক প্রজ্জ্বলিত বাতিঘর, যিনি ইসলামি দাওয়াত ও চিন্তাধারাকে মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।