বরিশালে ৬টি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবাসহ আটক ৪

বরিশাল প্রতিনিধিঃ

‎বরিশালে ৬টি দেশীয় ধারালো অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নগর পুলিশের অভিযানে আটক ০৪ জন। বিএমপি গোয়েন্দা শাখার এসআই,জাহিদ হাসান সঙ্গীয় এএসআই,মহসিন সবুজ, কং, রুহুল আমিন, সাইফুল ইসলাম, আকিদুর রহমান, সোহেল রানা, মোজাম্মেল হক, মোঃ জুলফিকার হোসেন, ইমাম হোসেন, মেহেদী হাসান গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৫-০৮-২০২৫ খ্রিঃ, সকাল ০৯:৩০ ঘটিকায়  কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউপির ০৮নং ওয়ার্ডস্থ উত্তর লামছড়ি সাকিনের গাজীর খেয়াঘাট সংলগ্ন রাসেল মেম্বারের বসত ঘরে অভিযান পরিচালনা করেন।

‎অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ রাসেল হাওলাদার (মেম্বার রাসেল) (৩৮), পিতা-মোঃ তোফায়েল হাওলাদার, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, মোঃ রাব্বি সরদার (২৪), পিতা-রুবেল সরদার, মাতা-মমতাজ বেগম, মোঃ মামুন ফকির (২৫), পিতা-বেল্লাল ফকির, মাতা-ময়না বেগম, শাওন বেপারী (২৫), পিতা-লাল মিয়া বেপারী, মাতা-ফিরোজা বেগম, কাউনিয়া-থানা, জেলা- বরিশাল’দের হেফাজত হতে ৩৮০ (তিনশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০৬ (ছয়) টি দেশীয় ধারালো অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৬১৬০/- (ছয় হাজার একশত ষাট) টাকা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।

‎উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত  অপর অভিযুক্ত  আলামিন মোল্লা (২৮), সালাম চৌকিদার (৩৫), মোঃ রুবেল সরদার (৪০)গণ পলাতক রয়েছে।

‎ধৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker