শ্বশুরের রিকশা ছিনতাই করলো জামাই!

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে উপহার হিসেবে টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শ্বশুরের হাতে চালানো রিকশা ও পরদিন তার ছেলের অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই পরিবারের জামাইয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগী ৫৫ বছর বয়সী এক দরিদ্র রিকশাচালক গণমাধ্যমকে জানান, “আমার মেয়ের জামাই উপহার হিসেবে আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে জোর করে আমার রিকশাটি নিয়ে যায়। পরদিন আমার ছেলের অটোরিকশাটিও ছিনিয়ে নেয়।”
তিনি আরও বলেন, “আমি প্রতিদিন রিকশা চালিয়ে সংসার চালাই। ওইদিন রিকশা নিয়ে বাজার করেছিলাম, কিন্তু জামাই তা ছিনিয়ে নেওয়ায় বাজার নিয়ে বাড়ি ফেরা সম্ভব হয়নি। ঘটনার পর বাউফল থানায় অভিযোগ করি। পুলিশ আমার রিকশাটি উদ্ধার করলেও ছেলের অটোরিকশা এখনো ফেরত দেয়নি।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
স্থানীয়রা জানান, পারিবারিক কলহ ও অর্থনৈতিক টানাপোড়েন থেকে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধরনের আচরণ শুধু পারিবারিক সম্পর্ককেই নয়, সামাজিক শান্তিকেও ভঙ্গ করে বলে মত দেন সচেতন মহল।