ব্রিটেনের কুইন কামিলা ও মেয়র লুৎফুরের উপস্থিতিতে স্কুলের উদ্বোধন

প্রবাস ডেস্ক: ব্রিটেনের কুইন কামিলা ও লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের উপস্থিতিতে পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটসের ওয়াপিং- এলাকায় শত মিলিয়ন পাউন্ড বাজেটের নতুন একটি স্কুলের উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পূর্ব লন্ডনের টাওয়ার হামলেটসে হাইওয়ে সংলগ্ন শত মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এই দৃষ্টিনন্দন স্কুলটির যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১০০ মিলিয়ন পাউন্ড-এর বেশি বাজেটের এই স্কুলের ভূমি প্রদান ছাড়াও ৫২ মিলিয়ন পাউন্ডের আর্থিক সহায়তা দিয়েছে কাউন্সিল।

মঙ্গলবার সকাল ১১টায় কুইন কামিলা স্কুল প্রাঙ্গণে এসে পৌঁছালে স্কুলের স্টুডেন্টরা হর্ষোৎফুল্লভাবে তাকে স্বাগত জানায়। তারপর তিনি স্কুলটি ঘুরে দেখেন।

এসময় টাওয়ার হামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান ও মালবারি স্কুল ট্রাস্টের চিফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা ওগডিন অংশ নেন।

কুইন কামিলা মালবারী একাডেমির নতুন এই স্কুলের বিভিন্ন পারফরমেন্স পর্যবেক্ষণ করেন এবং স্টুডেন্টদের সাথে কথা বলেন। এটি একাডেমিক ৮টি শাখার মধ্যে নতুন হলেও ওয়াপিং এলাকায় প্রথম সেকেন্ডারি স্কুল।

পরে নির্বাহী মেয়র লুৎফর স্টুডেন্টদের সামনে নির্ধারিত আলোচক হিসেবে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

তিনি বলেন, আজ একটি শুভ দিন। বিশেষ করে ওয়াপিং এলাকায় একটি সেকেন্ডারি স্কুল জরুরি ছিল। স্টুডেন্টদের হাইওয়ে পার হয়ে ঝুঁকি নিয়ে স্কুলে আসা যাওয়া করতে হত।

এসময় মেয়র স্মরণ করেন ২০১২-২০১৩ সালে এই স্কুলের জায়গাটি নিশ্চিত করার ক্ষেত্রে ডেভলপারদের সাথে দর কষাকষির সেই দিনগুলোর কথা।

তিনি আরও জানান, এই নতুন আধুনিক স্কুলের জন্য  প্রয়োজনীয় জমি নিশ্চিত করতে ডেভেলপারের সঙ্গে দরকষাকষি এবং স্কুলের উন্নয়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত।

চিফ এক্সিকিউটিভ ডক্টর ভেনিসা বলেন, মহামান্যের রানীর উপস্থিতি আমাদের স্টুডেন্ট, স্টাফ এবং কমিউনিটির জন্য একটি অসাধারণ সম্মান। দিনটি মালবেরি স্কুল ট্রাস্টের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি স্কুলের জন্য ভূমি নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাহী মেয়রের বিশেষ ভূমিকার প্রশংসা করেন।

অনুষ্ঠানে কাউন্সিলর শিক্ষা বিষয়ক কেবিনেট মেম্বার, ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার, ট্রাস্টের আটটি স্কুলের প্রতিটির শিক্ষার্থী প্রতিনিধি, ট্রাস্টি ও গভর্নররা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker