কণা ও জেমস, ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’
সৌদি সরকারের আন্তর্জাতিক আয়োজনে এ গাইবেন।

সৌদি সরকারের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কনসার্ট ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান দুই সংগীতশিল্পী—দিলশাদ নাহার কণা ও মাহফুজ আনাম জেমস।
৯ এপ্রিল থেকে সৌদি আরবের দাম্মাম শহরের আল ইসকান পার্কে শুরু হওয়া এ আয়োজন চলবে বিভিন্ন দেশের অংশগ্রহণে। বাংলাদেশের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত।
চারদিনব্যাপী এই আয়োজনজুড়ে থাকবে দেশীয় খাবারের স্টল, ঐতিহ্যবাহী কারুশিল্প প্রদর্শনী, শিশুদের জন্য বিশেষ আয়োজন এবং সঙ্গীতানুষ্ঠান।
বাংলাদেশ পর্বের প্রথম দিনে (৩০ এপ্রিল) গান পরিবেশন করবেন কণা, দ্বিতীয় দিনে (১ মে) গাইবেন ইমরান, তৃতীয় দিনে (২ মে) মঞ্চে উঠবেন রকস্টার জেমস এবং চতুর্থ ও শেষদিনে (৩ মে) পরিবেশন করবেন মিলা।
সংগীতশিল্পী জেমস জানিয়েছেন, ২ মে দাম্মামে এবং ৯ মে জেদ্দায় আরেকটি কনসার্টে অংশ নেবেন তিনি। এরপর শুরু করবেন তার ‘২০২৫ ট্যুর’ সফর, যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বেশ কিছু কনসার্টে অংশ নেবেন।