ফেনীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, শহরে জলাবদ্ধতা

টানা বৃষ্টির কারণে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ডাক্তারপাড়া, মিজান রোড, কলেজ রোড, একাডেমী রোড, রামপুর শাহীন একাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলোসহ ও পাড়ার সড়ক গুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া বৃষ্টিপাত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত চলছে।
শহরের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় পানি নামছে ধীর গতিতে। সোমবার সকাল নয়টা থেকে মঙ্গলবার সকাল নয়টা পর্যন্ত ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা এবছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দুর্ভোগে পড়েছেন। সড়কে রিকশাসহ অন্যান্য যানবাহন কম থাকায় পায়ে হেঁটে ভুক্তভোগীদের গন্তব্যে যেতে হচ্ছে।
এছাড়া বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার বিকেলে মুহুরী নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলোনিয়া নদীর পানিও পরশুরামে বিপদসীমায় পৌঁছে গেছে। মুহুরী নদীর চারটি স্থানে বাঁধ ভেঙেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।