আসলেই ভারতের কোচ হতে চেয়েছিলেন জাভি-গার্দিওলা?

প্রথমে বিষয়টি শোনার মতো ছিল, ‘সিনেমার মতো’ আকর্ষণীয়। কিন্তু পরে জানা গেল—এই সবকিছুই ভুয়া। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) বলেছে, তারা দুই স্প্যানিশ কোচের নামেই আবেদন পেয়েছে বটে, তবে যাচাই করে দেখা গেছে—এসব আবেদন মিথ্যা ও প্রতারণাপূর্ণ।
চলতি জুলাই মাসে স্প্যানিশ কোচ মানোলো মার্কেজের সঙ্গে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক ছিন্ন করার পর ভারতের জাতীয় দলের কোচের পদটি শূন্য হয়ে যায়। নতুন কোচ নিয়োগে আবেদন আহ্বান করে ফেডারেশন। এরপরই কথিত ‘আবেদন’ জমা পড়ে জাভি ও গার্দিওলার নামে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এআইএফএফ-এর একজন কর্মকর্তা বলেছিলেন, ‘জাভি আবেদন করেছেন, তবে তাকে কোচ হিসেবে নেওয়া খরচসাপেক্ষ, তাই তাকে বিবেচনায় রাখা হয়নি।’
এআইএফএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘গার্দিওলা ও জাভির নামে পাওয়া আবেদন ই-মেইল ছিল ভুয়া। যাচাই-বাছাইয়ে দেখা গেছে, মেইল দুটির কোনো সত্যতা নেই।’
বর্তমানে মোট ১৭০ জন কোচের আবেদন পর্যালোচনা করে তিনজনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সেই তালিকায় অবশ্য কোনো বড় তারকা কোচ নেই বলেই ধারণা করা হচ্ছে।