দেশীয় ড্রেজিং শিল্প রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান

বিসিএসডিওএ-এর মেম্বারশিপ সার্টিফিকেট ও কার্ড বিতরণ

বাংলাদেশ কাটার সাকশন ড্রেজার ওনার্স এসোসিয়েশন (বিসিএসডিওএ)-এর মেম্বারশিপ সার্টিফিকেট ও কার্ড বিতরণ অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় গুলশান ক্লাবের দ্য ক্রিস্টাল প্যালেস হলে অনুষ্ঠিত হয়। বর্তমানে এসোসিয়েশনের সদস্যরা এই আয়োজনে অংশগ্রহণ করে তাদের সদস্যপদ গ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রা. লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ। তিনি বলেন, “বর্তমানে আমরা ৫১ সদস্যবিশিষ্ট একটি পরিবার, যারা একত্রে, এক ছায়াতলে দাঁড়িয়ে দেশের ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এসোসিয়েশনের কার্যপরিধি বাড়ানো ও সদস্যদের সম্পৃক্ততা আরও দৃঢ় করার মাধ্যমে আমরা এই শিল্পকে আরও শক্তিশালী করতে চাই।” তিনি বক্তব্যে বিদেশি ড্রেজিং কোম্পানির অপতৎপরতা ও দেশীয় শিল্পের প্রতি অবহেলার অভিযোগ তুলে ধরে বলেন, “দেশীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ না দিলে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাবে। বিদেশি ঠিকাদাররা ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে উৎসাহিত হচ্ছে, এতে দেশীয় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

তিনি অভিযোগ করেন, “ওটিএম পদ্ধতিতে বিদেশি প্রতিষ্ঠানগুলো কাজ নিয়ে স্থানীয় ঠিকাদারদের দিয়ে তা সাব-কন্ট্রাক্টে করায়। এতে বিদেশিরা লাভের বড় অংশ নিয়ে যায়, অথচ দেশীয় ঠিকাদাররা অল্প মুনাফায় কাজ করতে বাধ্য হন। এই অনিয়ম বন্ধ হওয়া দরকার।”

জনাব বশির আহমেদ আরও বলেন, “অনেক বিদেশি ড্রেজার কোম্পানি কাজ শেষে ড্রেজার ফিরিয়ে না নিয়ে দেশে রেখে পুনরায় ব্যবহার করছে। এতে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে। একই কাজ আন্তর্জাতিক দরপত্রে ৩-৪ গুণ বেশি খরচে হলেও, দেশীয় কোম্পানির মাধ্যমে তা অনেক কম ব্যয়ে ও দক্ষতায় সম্পন্ন করা সম্ভব।” তিনি বলেন, “আমরা ৭৫ জন দেশীয় ড্রেজিং ব্যবসায়ী সরকারের কাছে দাবি জানাই, বিদেশি দৌরাত্ম্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং স্থানীয় শিল্পকে রক্ষা করা হোক।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ-সভাপতি ও এস এস রহমান ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান জনাব রাকিবুল আলম। তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, “ড্রেজিং শিল্পকে এগিয়ে নিতে সবাইকে একত্রিত হয়ে এসোসিয়েশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমডোর হাসান জামান খান (অবঃ) – ডিরেক্টর, রেডিয়্যান্ট ড্রেজিং, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল হালিম (অবঃ) – সিনিয়র অ্যাডভাইজার, কর্ণফুলি শিপ বিল্ডার্স লি., জনাব এম শাহজাহান – ম্যানেজিং ডিরেক্টর, চাকদা ড্রেজিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,মিস আব্দুল্লাহ নাহিদ নিগার – ম্যানেজিং ডিরেক্টর, ড্রেজিং অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিয়ন লি., জনাব মোঃ শামীম রেজা – ম্যানেজিং ডিরেক্টর, এশিয়ান ড্রেজার্স লি. এবং বিসিএসডিওএ-এর ইসি সদস্যরা।

সোনালী ড্রেজার লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর এবং এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ ইউনুছ অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সম্মিলিতভাবে কাজ করলে যেমন ড্রেজিং শিল্পের সাথে জড়িত মালিকগণ উপকৃত হবেন, তেমনি এসোসিয়েশন আরও বেশি শক্তিশালী হবে।”

এসোসিয়েশনের ডিরেক্টর টি এম হেমায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি ছিল এক প্রাণবন্ত মিলনমেলা, যেখানে অংশগ্রহণকারী সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ড্রেজিং শিল্পের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker